ফেসবুক, ট্যুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করলেন ট্রাম্প

- আপডেট : ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: ফেসবুক আগেই নিষ্ক্রিয় করেছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আ্যকাউন্ট। এবার ট্রাম্প পাল্টা মামলা ঠুকলেন গুগল, ফেসবুক ও ট্যুইটারের বিরুদ্ধে। অন্যায়ভাবে নজরদারি ও বাকস্বাধীনতায় বাধা দেওয়ার অভিযোগ এনে বিশ্বের প্রধান এই তিন বৃহৎ প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন তিনি। এমনটাই জানা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে। প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনি আলাদা আলাদা মামলা করেছেন। মামলায় তিনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে যুক্ত করা বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন।
তিনি বলেন, এই তিনটি প্রযুক্তি সংস্থা অন্যায়ভাবে তার ও অন্যান্য রক্ষণশীলদের বক্তব্য প্রকাশিত হওয়ার আগে পরীক্ষা ও নজরদারি করত।
উল্লেখ্য, গত জানুয়ারিতে ক্যাপিটল ভবনে সমর্থকদের দাঙ্গায় উসকানি দেওয়ার পর এসব সোশ্যাল মিডিয়া থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হয়। তবে ট্রাম্পের দাবি, তিনি এসব প্রতিষ্ঠানের সেন্সরশিপের শিকার। মামলায় নিজের ওপর আরোপিত সেন্সরশিপ প্রত্যাহারের আবেদনও করেছেন।
বুধবার ট্রাম্প বলেন, আমরা দক্ষিণাঞ্চলীয় ফ্লোরিডার মিয়ামির জেলা আদালত বরাবর আমেরিকান জনগণের বিরুদ্ধে সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর অবৈধ ও লজ্জাজনক পরীক্ষা ও নজরদারি অবিলম্বে বন্ধের আবেদন জানাচ্ছি।
ফেসবুক, টুইটার ও গুগল এবং প্রতিষ্ঠানগুলোর তিন প্রধান ন যথাক্রমে মার্ক জুকারবার্গ, জ্যাক ডরসি ও সুন্দার পিচাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।