কৃষ্ণনগরে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে আ্যসিড, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এনআরএস হাসপাতালে
- আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্কঃ কৃষ্ণনগরে এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীর ওপর আ্যসিড হামলা। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হল এনআরএস হাসপাতালে। বুধবার সন্ধ্যায় টিউশন পড়ে বাড়ি ফিরছিল ওই ছাত্রী, সে সময় তার ওপর আ্যসিড হামলা হয় বলে অভিযোগ। অভিযুক্ত স্থানীয় এক যুবক।
পরিবার সূত্রে জানা যাচ্ছে বুধবার রাত আটটা নাগাদ টিউশন পড়ে বাড়ি ফেরার সময় ওই ছাত্রীকে ধাওয়া করে এক যুবক। নিজেকে বাঁচাতে স্থানীয় ক্লাবে ঢুকে পড়ে ওই কিশোরী। এরপর ক্লাবের ভেতর ঢুকে ছাত্রীটিকে আ্যসিড মারে ওই যুবক বলে দাবি পরিবারের সদস্যদের। ক্লাবের সদস্যরা জানিয়েছেন অভিযুক্ত যুবকের নাম অচিন্ত্য শিকারী। তার সন্ধানে চলছে তল্লাশি। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়, এরপর অবস্থার অবনতি হলে তাকে গভীর রাতে নিয়ে আসা হয় এনআরএস হাসপাতালে।