কলেজ ক্যাম্পাসিংয়ে বড়সড় সাফল্য বর্ধমানের দুই যমজ ভাইয়ের
- আপডেট : ২ জুলাই ২০২১, শুক্রবার
- / 1
রুবাইয়া জুঁই, শৈশব কৈশোর কেটেছে একইসঙ্গে, দুই যমজ ভাই সপ্তর্ষি মজুমদার এবং রাজর্ষি মজুমদারের।এবার অদ্ভুতভাবে চাকরিটাও পেলেন একইসঙ্গে বার্ষিক ৫০ লক্ষ টাকার প্যাকেজ বেতনে ৷ অন্ধ্র প্রদেশের এসআরএম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন দুজনেই তারা ৷ চাকরি পেলেন কলেজ ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ৷ আর তাও এত বড় অঙ্কের বেতনে ৷ অন্ধ্র প্রদেশে এর আগে কোনও শিক্ষার্থী গ্র্যাজুয়েশনের ঠিক পরেই এত টাকার চাকরি পাননি কোনও
কলেজ ক্যাম্পাসিংয়ের মাধ্যমে বলে জানা যায় ৷তাই নতুন রেকর্ডই গড়লেন সপ্তর্ষি এবং রাজর্ষি ৷ তাঁরা একসঙ্গেই চাকরি পেলেন পিভিসি আইএনসি-তে ৷ গুগল জাপানের -এর স্ট্র্যাটেজিক পার্টনার এই সংস্থা ৷দুই ভাই জানালেন, বর্ধমানে জন্ম হলেও বাবার চাকরির পোস্টিংয়ের জন্য ছোটবেলা ঝাড়খণ্ডেই কেটেছে। বললেন, ছোটবেলায় প্রথমে বোকারো স্টিল সিটি ও পরে দেওঘরের স্কুলে পড়াশোনা করতে হয়েছে।এরপর, হায়দরাবাদের এসআরএম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ভর্তি হন দুজনে। ২২ বছরের ভাতৃদ্বয় জানান, তাঁদের বাবা হোটেলের জেনারেল ম্যানেজার আর মা গৃহবধূ৷
সাধারণত ক্যাম্পাসিংয়ে সাত লক্ষ টাকার বার্ষিক বেতনের প্যাকেজ পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা ৷ কিন্তু মজুমদার ভাইয়েরা ছাপিয়ে গেলেন সবাইকে ৷ ৫০ লক্ষ টাকার বেতনের চাকরি পাওয়ার পর তাঁদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয়েছে ৷ এই বিরাট সাফল্যের পর দুই ভাই জানান, ‘‘ আমরা কখনও ভাবিনি কোনও প্লেসমেন্টে এত বড় অঙ্কের স্যালারির চাকরি পাব ৷ আমরা স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছি ৷ বেড়ে উঠেছি একসঙ্গে ৷ আমাদের দু’জনের চিন্তাভাবনাও একইরকমের ৷ চাকরির ইন্টারভিউয়ের জন্য দু’জনে মিলেই প্রস্তুতি নিয়েছিলাম ৷ সাফল্যও পেয়েছি তাতে ৷ আগামীতে আরও বড় কিছু করার ইচ্ছে বলে জানান তারা।