মর্মান্তিক! জলপাইগুড়িতে সেফটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যু ২ শ্রমিকের, অসুস্থ আরও ২

- আপডেট : ৬ জুলাই ২০২১, মঙ্গলবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের সেফটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু ২ নির্মাণ শ্রমিকের। অসুস্থ আরও ২ জন। মঙ্গলবার জলপাইগুড়ির পাহারপুর এলাকার নারায়ণ বাড়িতে নতুন সেফটিক ট্যাঙ্কের সাটারিং খুলতে যান চারজন নির্মাণ শ্রমিক। প্রথমে একজন নামেন। তিনি ভিতরে অসুস্থ হয়ে পড়লে আরেকজন নামেন। এরপর দুজনেই ভিতরে অসুস্থ হয়ে পড়েন। আরও দুজন তাদের উদ্ধার করতে নামেন। এরপর দুইজন শ্রমিকের মৃত্যু হয়। হতভাগ্য দুই মৃত শ্রমিকের নাম আলিম মহম্মদ (২৭), ও অনন্ত রায় (২২)। অপর দুজনকে অসুস্থ অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত ও জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।