২২ মার্চ ২০২৫, শনিবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ধসে চাপা পড়ে আহত দুই শ্রমিক

Juifa Parveen
  • আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • / 0

ধসে চাপা পড়ে আহত দুই শ্রমিক

পুবের কলম প্রতিবেদকঃ বহুতল আবাসনের নির্মাণ করার সময় মাটির ধস পড়ে গুরুতর আহত হলেন দুই নির্মাণ শ্রমিক।  বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ দূর্ঘটনাটি ঘটেছে রাজারহাটের লাঙ্গলপোতা এলাকায়। জানা গিয়েছে, এদিন এক বহুতল আবাসনের নির্মাণের জন্য মাটি খননের কাজ করছিলেন ভাঙড়ের সর্বমঙ্গলাপুর এলাকায় বাসিন্দা শ্যাম মণ্ডল এবং অভিজিৎ মণ্ডল নামের দুই নির্মাণ শ্রমিক।

 

ওইসময় আচমকা মাটির ধস নেমে গর্তে চাপা পড়েন দুই শ্রমিক। ধসের খবর পেয়েই তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে দমকল দফতরের কর্মী এবং  রাজারহাট থানার পুলিশ। এর পর আশঙ্কাজনক অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে রাজারহাট রেকজোয়ানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কীভাবে ওই দুই শ্রমিক ধসে চাপা পড়লেন, তা খতিয়ে দেখছেন পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবেলা দফতরের আধিকারিকরা।

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধসে চাপা পড়ে আহত দুই শ্রমিক

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদকঃ বহুতল আবাসনের নির্মাণ করার সময় মাটির ধস পড়ে গুরুতর আহত হলেন দুই নির্মাণ শ্রমিক।  বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ দূর্ঘটনাটি ঘটেছে রাজারহাটের লাঙ্গলপোতা এলাকায়। জানা গিয়েছে, এদিন এক বহুতল আবাসনের নির্মাণের জন্য মাটি খননের কাজ করছিলেন ভাঙড়ের সর্বমঙ্গলাপুর এলাকায় বাসিন্দা শ্যাম মণ্ডল এবং অভিজিৎ মণ্ডল নামের দুই নির্মাণ শ্রমিক।

 

ওইসময় আচমকা মাটির ধস নেমে গর্তে চাপা পড়েন দুই শ্রমিক। ধসের খবর পেয়েই তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে দমকল দফতরের কর্মী এবং  রাজারহাট থানার পুলিশ। এর পর আশঙ্কাজনক অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে রাজারহাট রেকজোয়ানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কীভাবে ওই দুই শ্রমিক ধসে চাপা পড়লেন, তা খতিয়ে দেখছেন পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবেলা দফতরের আধিকারিকরা।