১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার ঈদ উল আযহা, কোভিড রীতি মেনে নামায পড়ার আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের

Sumana Puber Kalom
  • আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার
  • / 1

নয়াদিল্লি ১৮ জুলাই : দেশের বিশিষ্ট ধর্মীয় ও সামাজিক সংস্থা জমিয়তে উলামায়ে হিন্দ স্বাস্থ্য মন্ত্রনালয়ের জারি করা কোভিড-সংক্রান্ত সমস্ত নির্দেশিকা অনুসরণ করে ২১ শে জুলাই মসজিদে বা ঘরে ঈদ উল আযহার নামায-আদায় করার আহ্বান জানিয়েছে। জমিয়তের সভাপতি মাওলানা আরশাদ মাদানি রবিবার বলেছেন, খুতবা ও নামাযের পর দ্রুত কুরবানি দেওয়া ভাল এবং তারপর বর্জ্যটি এমনভাবে মাটির ভেতর রাখা উচিত যাতে দূষণ না ছড়ায়। এক বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাস এখনও শেষ হয়নি এবং মহামারীটির তৃতীয় তরঙ্গের আশঙ্কার পরিপ্রেক্ষিতে মুসলমানদের উচিত স্বাস্থ্য মন্ত্রকের সমস্ত নির্দেশনা অনুসরণ করে মসজিদে বা বাড়িতে ঈদউল আযহার নামায পড়া । তিনি আইনে নিষিদ্ধ যে কোনও প্রাণী কোরবানি দেওয়ার বিষয়ে মুসলমানদের সতর্ক করেছেন।
তিনি বলেন,আগামী বুধবার পবিত্র ঈদুল আযহা, মহান আল্লাহতা’লার উদ্দেশে পশু কুরবানি দেওয়ার মহিমান্বিত দিন। আরবি শব্দ ঈদ-এর অর্থ আনন্দ উৎসব এবং আযহার অর্থ পশু জবাই করা। মুসলমানদের জন্য ঈদুল আযহা একই সঙ্গে পশু কুরবানি দেওয়ার এবং উৎসব করার দিন। কুরবানির উদ্দেশ্য আল্লাহতা’লার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা।

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বুধবার ঈদ উল আযহা, কোভিড রীতি মেনে নামায পড়ার আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের

আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার

নয়াদিল্লি ১৮ জুলাই : দেশের বিশিষ্ট ধর্মীয় ও সামাজিক সংস্থা জমিয়তে উলামায়ে হিন্দ স্বাস্থ্য মন্ত্রনালয়ের জারি করা কোভিড-সংক্রান্ত সমস্ত নির্দেশিকা অনুসরণ করে ২১ শে জুলাই মসজিদে বা ঘরে ঈদ উল আযহার নামায-আদায় করার আহ্বান জানিয়েছে। জমিয়তের সভাপতি মাওলানা আরশাদ মাদানি রবিবার বলেছেন, খুতবা ও নামাযের পর দ্রুত কুরবানি দেওয়া ভাল এবং তারপর বর্জ্যটি এমনভাবে মাটির ভেতর রাখা উচিত যাতে দূষণ না ছড়ায়। এক বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাস এখনও শেষ হয়নি এবং মহামারীটির তৃতীয় তরঙ্গের আশঙ্কার পরিপ্রেক্ষিতে মুসলমানদের উচিত স্বাস্থ্য মন্ত্রকের সমস্ত নির্দেশনা অনুসরণ করে মসজিদে বা বাড়িতে ঈদউল আযহার নামায পড়া । তিনি আইনে নিষিদ্ধ যে কোনও প্রাণী কোরবানি দেওয়ার বিষয়ে মুসলমানদের সতর্ক করেছেন।
তিনি বলেন,আগামী বুধবার পবিত্র ঈদুল আযহা, মহান আল্লাহতা’লার উদ্দেশে পশু কুরবানি দেওয়ার মহিমান্বিত দিন। আরবি শব্দ ঈদ-এর অর্থ আনন্দ উৎসব এবং আযহার অর্থ পশু জবাই করা। মুসলমানদের জন্য ঈদুল আযহা একই সঙ্গে পশু কুরবানি দেওয়ার এবং উৎসব করার দিন। কুরবানির উদ্দেশ্য আল্লাহতা’লার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা।