২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল উরুগুয়ে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার
  • / 1

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে নিজেদের কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল উরুগুয়ে। সুয়ারেজকে প্রথ একাদশের বাইরে রেখে দল নামিয়েছিলেন উরুগুয়েন কোচ অস্কার তাবারেজ। সুয়ারেজের বদলে এদিন উরুগুয়ের প্রথম এগারোয় ছিলেন ডে লা ত্রু«জ। তিনি এদিন বেশ আক্রমণাত্মকও ছিলেন। ম্যাচের ২০ মিনিটে কাভানিকে বক্সের মধ্যে ফাউল করেন প্যারাগুয়েন ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দিলেন এডিসন কাভানি। আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল উরুগুয়ে। কিন্তু গোল আর এল না। প্যারাগুয়েও কিছুটা সময় আক্রমনাত্মক ছিল। কিন্তু উরুগুয়ে ডিফেন্স ভেদ করে গোল করতে ব্যর্থ প্যারাগুয়ে। নিজেদের গ্র&প থেকে দ্বিতীয় হয়ে শেষ আটে উঠল উরুগুয়ে। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল উরুগুয়ে

আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে নিজেদের কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল উরুগুয়ে। সুয়ারেজকে প্রথ একাদশের বাইরে রেখে দল নামিয়েছিলেন উরুগুয়েন কোচ অস্কার তাবারেজ। সুয়ারেজের বদলে এদিন উরুগুয়ের প্রথম এগারোয় ছিলেন ডে লা ত্রু«জ। তিনি এদিন বেশ আক্রমণাত্মকও ছিলেন। ম্যাচের ২০ মিনিটে কাভানিকে বক্সের মধ্যে ফাউল করেন প্যারাগুয়েন ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দিলেন এডিসন কাভানি। আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল উরুগুয়ে। কিন্তু গোল আর এল না। প্যারাগুয়েও কিছুটা সময় আক্রমনাত্মক ছিল। কিন্তু উরুগুয়ে ডিফেন্স ভেদ করে গোল করতে ব্যর্থ প্যারাগুয়ে। নিজেদের গ্র&প থেকে দ্বিতীয় হয়ে শেষ আটে উঠল উরুগুয়ে। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে।