উত্তরপ্রদেশে মন্দিরের ভিতরেই বর্ষীয়ান সাধ্বীকে খুনের অভিযোগ

- আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের বুলন্দশহরের চামুণ্ডা মন্দিরে এক সাধ্বীর মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার শরীরে মেলা আঘাতের চিহ্ন থেকে পুলিশের ধারণা খুন করা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
তদন্তকারী পুলিশ অফিসার অলকা সিং জানিয়েছেন, ‘‘আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।’’ মৃতার গলায় মেলা দাগ থেকে পুলিশের ধারণা, ওই মহিলার ওড়না পেঁচিয়েই শ্বাসরোধ করে খুনটা করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে পুরো বিষয়টি জানা যাবে। আপাতত তারই অপেক্ষায় পুলিশ। এদিকে বহু এলাকাবাসীর দাবি, ওই মন্দিরে ঢুকে ডাকাতি করার পর খুন করা হয়েছে প্রবীণ মহিলাকে। সেই অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, মহিলার ফোন ও ব্যাংকের পাসবুক গায়েব হয়ে গিয়েছে। উধাও হয়ে গিয়েছে তাঁর অন্যান্য কিছু জিনিসপত্রও। ফলে ক্রমেই জোরদার হচ্ছে ডাকাতির সম্ভাবনা।
জানা গেছে, নিহত সাধ্বী গত ১০ বছর ধরেই ওই চামুণ্ডা মন্দিরে কর্মরত ছিলেন। কেন হঠাৎ তাঁকে এভাবে খুন হতে হল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ডাকাতি ও খুনের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। অন্য কোনও কারণে রয়েছে কিনা সেটাও খুঁজে দেখা হচ্ছে।