১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কোভিড অতিমারীর লড়াইয়ে ভ্যাকসিনেশন অত্যন্ত জরুরি পদক্ষেপ: মোদি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ জুলাই ২০২১, সোমবার
  • / 1

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা টিকাকরণ নিয়ে ফের সোমবার ভার্চুয়ালি বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, কোভিড অতিমারীর বিরুদ্ধে লড়াই করছে ভারত। এই লড়াইয়ে ভ্যাকসিন অত্যন্ত জরুরি। মোদি এদিন বলেন, শুরু থেকেই টিকাকরণ প্রক্রিয়া ডিজিটালি করার ওপর জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ের দক্ষতা বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, ২১ জুন থেকে বিনামূল্যে সকল দেশবাসীকে  ভ্যাকসিন দেওয়া হবে৷ একইসঙ্গে তিনি জানান, দেশের কোন রাজ্যকে ভ্যাকসিনের জন্য কোনও খরচ করতে হবে না৷ তবে কেউ যদি ফ্রি ভ্যাকসিন না চায়, তিনি প্রাইভেট হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে পারেন। বেসরকারি হাসপাতালগুলি ভ্যাকসিনের দামের উপর দেড়শো টাকা সার্ভিস চার্জ নিতে পারবে।

টিকাকরণ নিয়ে কেন্দ্র রাজ্যের সমন্বয়ের ব্যাপারেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল,  কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী টিকাকরণের যে ২৫ শতাংশ দায়িত্ব রাজ্যের কাছে ছিল তাও কেন্দ্রই দেখবে।

দেশবাসীর উদ্দেশে ভাষণে মোদি জানিয়ে দেন যে, ভ্যাকসিন উৎপাদন সংস্থাগুলি থেকে ৭৫ শতাংশ মোট টিকা কিনবে কেন্দ্র৷ এবং তা বিনামূল্য সব রাজ্যকে দেওয়া হবে৷ এরই পাশাপাশি টিকার ক্ষেত্রে যে ২৫ শতাংশ দায়িত্বভার থাকে রাজ্য সরকারগুলির উপর, তাও এবার থেকে দেখবে কেন্দ্র সরকার৷ মোদি জানান, ভারতের কোউইন অ্যাপ নিয়ে বিশ্বব্যাপী চর্চা হচ্ছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোভিড অতিমারীর লড়াইয়ে ভ্যাকসিনেশন অত্যন্ত জরুরি পদক্ষেপ: মোদি

আপডেট : ৫ জুলাই ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা টিকাকরণ নিয়ে ফের সোমবার ভার্চুয়ালি বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, কোভিড অতিমারীর বিরুদ্ধে লড়াই করছে ভারত। এই লড়াইয়ে ভ্যাকসিন অত্যন্ত জরুরি। মোদি এদিন বলেন, শুরু থেকেই টিকাকরণ প্রক্রিয়া ডিজিটালি করার ওপর জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ের দক্ষতা বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, ২১ জুন থেকে বিনামূল্যে সকল দেশবাসীকে  ভ্যাকসিন দেওয়া হবে৷ একইসঙ্গে তিনি জানান, দেশের কোন রাজ্যকে ভ্যাকসিনের জন্য কোনও খরচ করতে হবে না৷ তবে কেউ যদি ফ্রি ভ্যাকসিন না চায়, তিনি প্রাইভেট হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে পারেন। বেসরকারি হাসপাতালগুলি ভ্যাকসিনের দামের উপর দেড়শো টাকা সার্ভিস চার্জ নিতে পারবে।

টিকাকরণ নিয়ে কেন্দ্র রাজ্যের সমন্বয়ের ব্যাপারেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল,  কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী টিকাকরণের যে ২৫ শতাংশ দায়িত্ব রাজ্যের কাছে ছিল তাও কেন্দ্রই দেখবে।

দেশবাসীর উদ্দেশে ভাষণে মোদি জানিয়ে দেন যে, ভ্যাকসিন উৎপাদন সংস্থাগুলি থেকে ৭৫ শতাংশ মোট টিকা কিনবে কেন্দ্র৷ এবং তা বিনামূল্য সব রাজ্যকে দেওয়া হবে৷ এরই পাশাপাশি টিকার ক্ষেত্রে যে ২৫ শতাংশ দায়িত্বভার থাকে রাজ্য সরকারগুলির উপর, তাও এবার থেকে দেখবে কেন্দ্র সরকার৷ মোদি জানান, ভারতের কোউইন অ্যাপ নিয়ে বিশ্বব্যাপী চর্চা হচ্ছে।