১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভাইরাল হল সইফ ও তার চার সন্তানের প্রথম ফ্রেমবন্দী ছবি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার
  • / 0


পুবের কলম, ওয়েবডেস্ক: পতৌদি নবাব পরিবার কে নিয়ে চর্চা চলতেই থাকে। জন্ম থেকেই সেলিব্রিটি সইফ-করিনার প্রথম পুত্র সন্তান তৈমুর আলি খান পতৌদি। তৈমুরের ভাই পৃথিবীর আলো দেখে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি। তবে তৈমুরের জনপ্রিয়তা থেকে শিক্ষা নিয়ে দীর্ঘদিন সইফিনা প্রকাশ্যে আনেননি তাঁদের দ্বিতীয় সন্তানের নাম ও ছবি।
তবে বুধবার পবিত্র ঈদুল আযহার দিনে এক ফ্রেমে ধরা দিলেন পাতৌদি পরিবারের চার ভাইবোন। সইফের চার সন্তান সারা, ইব্রাহিম, তৈমুর এবং জেহ। এদের মধ্যে সারা এবং ইব্রাহিম সইফের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং এর।
ছবিতে একদম ঘরোয়া সাদামাটা পোশাকেই দেখা মিলল সকলের. সোফার উপর চার মাসের ভাইকে কোলে নিয়ে বসে সারা, পাসে বসা সইফের কোলে বসে আছে তৈমুর এবং নীচে মেঝেতে বসে রয়েছে ইব্রাহিম। এই ছবিতে জেহ-র মুখ ইমোজি দিয়ে ঢেকে দিয়েছেন সারা, তাতেই কিছুটা আনন্দে ভাটা পড়েছে অনুরাগীদের।
পোস্টের ক্যাপশনে সারা লেখেন, ‘সকলকে জানাই ইদ মোবারক… আল্লা সকলকে শান্তি, উন্নতি দিক, সবার ভিতর শুভবুদ্ধি জেগে উঠুক… ভালো সময়ের কামনা করছি’।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভাইরাল হল সইফ ও তার চার সন্তানের প্রথম ফ্রেমবন্দী ছবি

আপডেট : ২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার


পুবের কলম, ওয়েবডেস্ক: পতৌদি নবাব পরিবার কে নিয়ে চর্চা চলতেই থাকে। জন্ম থেকেই সেলিব্রিটি সইফ-করিনার প্রথম পুত্র সন্তান তৈমুর আলি খান পতৌদি। তৈমুরের ভাই পৃথিবীর আলো দেখে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি। তবে তৈমুরের জনপ্রিয়তা থেকে শিক্ষা নিয়ে দীর্ঘদিন সইফিনা প্রকাশ্যে আনেননি তাঁদের দ্বিতীয় সন্তানের নাম ও ছবি।
তবে বুধবার পবিত্র ঈদুল আযহার দিনে এক ফ্রেমে ধরা দিলেন পাতৌদি পরিবারের চার ভাইবোন। সইফের চার সন্তান সারা, ইব্রাহিম, তৈমুর এবং জেহ। এদের মধ্যে সারা এবং ইব্রাহিম সইফের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং এর।
ছবিতে একদম ঘরোয়া সাদামাটা পোশাকেই দেখা মিলল সকলের. সোফার উপর চার মাসের ভাইকে কোলে নিয়ে বসে সারা, পাসে বসা সইফের কোলে বসে আছে তৈমুর এবং নীচে মেঝেতে বসে রয়েছে ইব্রাহিম। এই ছবিতে জেহ-র মুখ ইমোজি দিয়ে ঢেকে দিয়েছেন সারা, তাতেই কিছুটা আনন্দে ভাটা পড়েছে অনুরাগীদের।
পোস্টের ক্যাপশনে সারা লেখেন, ‘সকলকে জানাই ইদ মোবারক… আল্লা সকলকে শান্তি, উন্নতি দিক, সবার ভিতর শুভবুদ্ধি জেগে উঠুক… ভালো সময়ের কামনা করছি’।