সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে, কেন্দ্রের বিরুদ্ধে টুইটারে সরব মমতা
- আপডেট : ২৩ জুলাই ২০২১, শুক্রবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্কঃ সংবাদমাধ্যমের ওপর কেন্দ্রের শাসকদলের খবরদারি কোনও নতুন ঘটনা নয়। বারংবার চেষ্টা হয়েছে গণতন্ত্রের চতুর্থস্তম্ভের কণ্ঠরোধ করার। এই ইস্যুতে এবার সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার হিন্দি সংবাদপত্র দৈনিক ভাস্করের ভোপালের অফিসে আয়কর হানা চালানো হয়।
আর এর প্রেক্ষিতেই এবার মোদি সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার প্রতিবাদে সরব হয়ে তিনি টুইট করেন। অভিযোগ করেন, সাংবাদিক ও সংবাদসংস্থার উপর ভয়ঙ্কর আক্রমণ চলছে।
টুইটারে নিজের ক্ষোভ গোপন রাখেননি মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী লেখেন, ”এভাবে সাংবাদিক এবং সংবাদসংস্থার উপর আক্রমণ চালিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করার আরও একটি নির্মম প্রচেষ্টা চালানো হচ্ছে। দৈনিক ভাস্কর মোদী সরকারের করোনা পরিস্থিতি সামলাতে না পারা নিয়ে সংবাদ প্রকাশ করেছিল। আমি কড়া ভাষায় এই ঘটনার নিন্দা জানাই। এভাবে সত্যিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। গণতন্ত্রের মূল ভিত্তিকে নষ্ট করা হচ্ছে। মিডিয়ার সবাইকে আমি শক্ত থাকতে বলব। একসঙ্গে আমরা কখনই এই একনায়কতান্ত্রিক শক্তিকে সফল হতে দেব না।”