দাবানলে ভস্মীভূত লিটন গ্রাম মৃতের সংখ্যা বেড়ে ৫০০
- আপডেট : ২ জুলাই ২০২১, শুক্রবার
- / 1
পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রিটিশ কলম্বিয়ার লিটন গ্রামটির ৯০ শতাংশ পুড়ে গেছে। কানাডার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই গ্রামটিতেই। এদিকে দাবদাহের জেরে বিগত পাঁচ দিনে দেশটিতে অন্তত ৫০০জন মারা গেছেন। প্রখর দাবদাহের জেরে কানাডার পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িযেü পড়েছে। কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়– নজিরবিহীন তাপমাত্রার কারণে সৃষ্ট দাবানল একটি গ্রামকে পুরোপুরি গ্রাস করেছে। গ্রামটিতে এখন ছাই ভস্ম ছাড়া কিছুই অবশিষ্ট নেই। ইতিমধ্যেই বিপজ্জনক এলাকাগুলি থেকে ১ হাজার জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বিগত ২৪ ঘণ্টায় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের বিভিন্ন এলাকায় অন্তত ৬২টি দাবানলের খবর মিলেছে। প্রদেশের প্রধান জন হর্গ্যান এক প্রেস কনফারেন্সে বলেন– ’দাবানল কতটা ভয়াবহ তা জোর দিয়ে এখনই বলা যাবে না– তবে ব্রিটিশ কলম্বিয়ার প্রতিটি এলাকাই ঝুঁকিপূর্ণ।’ স্থানীয় সংসদ সদস্য ব্র্যাড ভিস বলেন– ‘দাবানলে ব্রিটিশ কলম্বিয়ার লিটনসহ আশপাশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ অন্যদিকে– লিটনের মেয়র জ্যান পোলডারম্যান জানান– ভাগ্যের জোরে ওই এলাকা থেকে নিজের জীবন নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন। বলেন– ‘লিটনে আর বেশি কিছু অবশিষ্ট থাকবে না। সেখানে সর্বত্রই আগুন জ্বলছে।’ এর আগে তিনি ওই এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। মাত্র ১৫ মিনিটের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। চলতি সপ্তাহে গ্রামটিতে দেশটির সর্বোচ্চ ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (১২১.৩ ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এ ছাড়াও উত্তর আমেরিকার বিভিন্ন এলাকায় অস্বাভাবিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে– তীব্র তাপদাহে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়া বিগত পাঁচদিনে অন্তত ৫০০ জন প্রাণ হারিয়েছেন। দেশটির ওই প্রদেশে তাপমাত্রা ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন– রেকর্ড ভাঙা তাপমাত্রার কারণ জলবায়ু পরিবর্তন।