২২ মার্চ ২০২৫, শনিবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাজল শীতের বিদায় ঘণ্টা

Juifa Parveen
  • আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার
  • / 5

পুবের কলম প্রতিবেদক: প্রতি বছর শীতের তীব্রতা সাধারণত দেশের মানুষকে নাস্তানাবুদ করে, তবে এবারে তা ঘটেনি। এবার একেবারেই তীব্র শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে হয়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন, চলতি ফেব্রুয়ারিতেই এবার শীত বিদায় নিতে চলেছে। শীতের বিদায় পর্ব শুরু হতেই এবার বৃষ্টির হানা, ভোর থেকেই ভিজল কলকাতা, জেলায় জেলায় কুয়াশার দাপট। ঝঞ্ঝার জেরে কুপোকাত শীত। শুক্রবারই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল এবার গুটি গুটি বা বাংলা ছাড়তে শুরু করেছে শীত। মার্চ তো দূর, ফেব্রুয়ারি মাঝামাঝিই লোটা কম্বল নিয়ে রাজ্য ছাড়বে ঠান্ডা।

ফেব্রুয়ারির প্রথম দিন তিলোত্তমাবাসীর ঘুম ভাঙল বৃষ্টি দিয়ে। সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দেখা চলল বৃষ্টি। তবে এক বৃষ্টিতে রক্ষা নেই, সকাল থেকেই গোটা রাজ্যে চলছে কুয়াশার দাপটও। শনিবার কলকাতা তো বটেই, আশপাশের সব জেলাতে সকাল থেকেই ঘন কুয়াশা দেখা যায়। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারেরও নিচে নেমে যায়। কিছু জেলায় তো আবার ৫০ মিটারের মধ্যে। তাতেও যান চলাচলে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে।

অন্যদিকে তাপমাত্রার গ্রাফ বিগত দু’দিন ধরেই উর্ধ্বমুখী। সরস্বতী পুজো পর্যন্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার গ্রাফ স্বাভাবিকের উপরেই থাকবে বলে মনে করা হচ্ছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাওয়া অফিস বলছে, বর্তমানে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২১ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। মোটের উপর আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া একই রকম থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

 

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাজল শীতের বিদায় ঘণ্টা

আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার

পুবের কলম প্রতিবেদক: প্রতি বছর শীতের তীব্রতা সাধারণত দেশের মানুষকে নাস্তানাবুদ করে, তবে এবারে তা ঘটেনি। এবার একেবারেই তীব্র শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে হয়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন, চলতি ফেব্রুয়ারিতেই এবার শীত বিদায় নিতে চলেছে। শীতের বিদায় পর্ব শুরু হতেই এবার বৃষ্টির হানা, ভোর থেকেই ভিজল কলকাতা, জেলায় জেলায় কুয়াশার দাপট। ঝঞ্ঝার জেরে কুপোকাত শীত। শুক্রবারই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল এবার গুটি গুটি বা বাংলা ছাড়তে শুরু করেছে শীত। মার্চ তো দূর, ফেব্রুয়ারি মাঝামাঝিই লোটা কম্বল নিয়ে রাজ্য ছাড়বে ঠান্ডা।

ফেব্রুয়ারির প্রথম দিন তিলোত্তমাবাসীর ঘুম ভাঙল বৃষ্টি দিয়ে। সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দেখা চলল বৃষ্টি। তবে এক বৃষ্টিতে রক্ষা নেই, সকাল থেকেই গোটা রাজ্যে চলছে কুয়াশার দাপটও। শনিবার কলকাতা তো বটেই, আশপাশের সব জেলাতে সকাল থেকেই ঘন কুয়াশা দেখা যায়। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারেরও নিচে নেমে যায়। কিছু জেলায় তো আবার ৫০ মিটারের মধ্যে। তাতেও যান চলাচলে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে।

অন্যদিকে তাপমাত্রার গ্রাফ বিগত দু’দিন ধরেই উর্ধ্বমুখী। সরস্বতী পুজো পর্যন্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার গ্রাফ স্বাভাবিকের উপরেই থাকবে বলে মনে করা হচ্ছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাওয়া অফিস বলছে, বর্তমানে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২১ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। মোটের উপর আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া একই রকম থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।