টেস্ট খেলছে বৃষ্টি ধুয়ে গেল চতুর্থ দিনও
- আপডেট : ২১ জুন ২০২১, সোমবার
- / 4
পুবের কলম ওয়েবডেস্কঃ বৃষ্টিতে ধুয়ে গেল ভারত নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনও। প্রথম দিন বৃষ্টির জন্য খেলাই শুরু করা যায়নি। দ্বিতীয় ও তৃতীয় দিন মেঘ বৃষ্টির লুকোচুরির মধ্যেই খেলা হল। দ্বিতীয় দিন ভারতীয় দল ব্যাটিং করার পর তৃতীয় দিন নিউজিল্যান্ড লাঞ্চের পর ব্যাটিং পেল। কিন্তু বৃষ্টিও টেস্টের মজা পেয়ে গিয়েছে। তাঁর দাপটে প্রথম দিনের মতো চতুর্থ দিনও একটা ওভারও বল গড়ালো না মাঠে। সকাল থেকেই সাউদাম্পটনের আকাশ ছিল মেঘলা। বৃিষ্টও হল মুষলধারে। পিচ সারাদিন ঢাকাই রইল। অনেক উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিলেন মাঠে। কিন্তু চা পানের বিরতির সময়েও বৃষ্টি বন্ধ না হওয়ায় দর্শকাসন থেকে বেশিরভাগই বেরিয়ে গেলেন ম্যাচ হবে না এটা বুঝে। স্বল্পসংখ্যক দর্শক রয়ে গেলেন। তারা বরং বৃষ্টির মজা নিতে থাকলেন।
নিউজিল্যান্ড ক্রিকেটাররাও ড্রেস আপ করেননি। কারণ সকাল থেকেই যেভাবে বৃষ্টি ভিলেন হয়ে রোজ বোল ভেজাচ্ছিল– তাতে দুই দলের ক্রিকেটাররা বুঝেই গিয়েছিলেন খেলা সম্ভবত এদিন শুরু করাই যাবে না। ড্রেসিংরুমের জিমেই সময় কাটালেন ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।
বৃষ্টি কিছুটা ধরে এলেও ঘড়ির কাঁটায় যখন দুপুর ২টো বেজে কিছু সময় হয়েছে। ফের মুষলধারায় বৃষ্টি শুরু হল। কেউ কেউ আবার ব্যাঙ্গও করলেন। ভারতের দুই রবিও (রবি শাস্ত্রী ও রবিচন্দ্রন অশ্বিন) সূর্য ওঠাতে পারল না। মাঠকর্মীর সারমেয়ও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজল। সবচেয়ে সচল রইল মাঠে থাকা রোলারটি। খেপে খেপে জল ছিঁচতেই ব্যস্ত রইল। বিরাট উইলিয়ামসনরা একবার করে বাইরে এলেন। বৃষ্টির দাপট দেখা ছাড়া তাঁদের আর কিছু করার ছিল না।
দ্বিতীয় দিনে পুরো দিনটাই ব্যাট করেছিল ভারত। তৃতীয় দিনের কিছুটা সময় পর্যন্ত ভারতীয় ব্যাটিংয়ে উঠে এসেছিল ২১৭ রান। নিউজিল্যান্ড এখনও পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১০১রান তুলেছে। ক্রিজে রয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন (১২) ও রস টেলর (০)। মঙ্গলবার ম্যাচের পঞ্চম ও শেষ দিন। এদিনও যদি বৃষ্টিতে ম্যাচ ধুয়ে যায় তাহলে খুব জোর বুধবার রিজার্ভ ডে’র দিনটা খেলার সুযোগ পাবে ভারত ও নিউজিল্যান্ড। তাতেও যদি না হয়– তাহলে দুই দলকে যুগ্মবিজয়ী হিসেবে গন্য করা হবে। আর পঞ্চম দিনে যদি খেলা হয়ও– তাহলেও ম্যাচের যা গতিপ্রকৃতি তাতে তা ড্রয়ের দিকেই এগোচ্ছে। ড্র হলেও ভারত ও নিউজিল্যান্ড দুই দলকেই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যুগ্ম বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।