“আপনার থানা আপনার পাড়ায় ” কর্মসূচী উদ্বোধনে অনুব্রত-র গ্রামে বর্ধমান আইজিপি
- আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার
- / 1
দেবশ্রী মজুমদার, নানুর-১৫ জুলাই : বৃহস্পতিবার অনুব্রতর গ্রাম নানুরের হাটসেরান্দিতে “আপনার থানা আপনার পাড়ায়” কর্মসূচী উদ্বোধন করলেন বর্ধমান আই জি পি ভারত লাল মিনা। উপস্থিত ছিলেন বীরভূম পুলিস সুপার নগেন্দ্র ত্রিপাঠী, এস আর ডি এ চেয়ারম্যান তথা বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল, নানুর ও লাভপুর বিধায়করাও।
এরপর ওই এলাকার শিল্পী ও দুঃস্থ সহ ক্ষুদে পড়ুয়ারাদের বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়।
বর্ধমান রেঞ্জের আই জি পি ভারত লাল মিনা বলেন, “নির্বাচনের পর সময় অন্যান্য জায়গাতে অনেক হিংসা হয়েছে। কিন্ত বীরভূমে তেমন কিছু হয় নি। তার জন্য অনুব্রত মন্ডলকে ধন্যবাদ জানান তিনি ।
বীরভূম পুলিশ সুপার বলেন, ” মুখ্যমন্ত্রী বারবার বলেছেন,পুলিস গোলাগুলি বাইরে সাধারণ মানুষের কাছে মানবিক হতে। আমারা কয়েক ‘কদম ‘এগিয়ে এসেছি আপনাদের জন্য। এখন পর্যন্ত জেলা তে ১৭ থেকে ১৮ থানার অন্তর্গত “আপনার থানা আপনার পাড়ায় “তৈরি হয়ে গেছে। একটি লেটার বক্স এ আপনারা নিজেদের অভাব অভিযোগ জানাবেন। সপ্তাহে একদিন করে এই নোটিশ গুলো দেখেতে থানা থেকে মহিলা ও পুরুষ অফিসার ১জন করে যাবেন । “উর্দির ভিতরে একটা মানুষ আছে তাদের মন মানবিক,পুলিস উপর আস্থা ও ভরসা রাখুন। আমরা ক্রাইম মুক্ত সমাজ গড়বো।
অনুষ্ঠানের শেষে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল
বলেন, পাড়ার মধ্য অনেক ছেলেরা মেয়েদের কটুক্তি করে ।ওদের বাবা মায়েরা থানা যেতে লজ্জা পায়। তারা সুবিচার পাবে এই বাক্স অভিযোগ জানিয়ে।
তবে যে দলের লোক হোক অন্যায় করলে শাস্তি দেবে পুলিস। ভালোর জন্য ভালো আর,খারাপের জন্য খারাপ হবে পুলিস।