কেরলে জিকা ভাইরাস আতঙ্ক, আক্রান্ত ১৪

- আপডেট : ৯ জুলাই ২০২১, শুক্রবার
- / 1
রুবাইয়া জুঁই: একদিকে করোনা মহামারীর ফলে গোটা দেশ বিপর্যস্ত। আর এর মধ্যেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে জিকা ভাইরাস। বৃহস্পতিবার কেরলে প্রথম জিকা ভাইরাসের আক্রান্ত হওয়ার খবর মিলল। জানা গিয়েছে ২৪ বছরের এক গর্ভবতী মহিলা জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মশার কামড় থেকেই এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। বৃহস্পতিবার কেরলে স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ এই তথ্য জানিয়েছেন। পাশাপাশি ওই আক্রান্ত মহিলার কোনও ভ্রমণ ইতিহাস নেই বলেও জানা যায়। তামিলনাড়ু সীমান্তবর্তী পার্সলেন এলাকার বাসিন্দা ওই মহিলার মায়েরও একইরকম লক্ষ্মণ দেখা গিয়েছিল। জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলি ডেঙ্গু রোগের মতো, যেমন জ্বর, চোখ লাল হয়ে যাওয়া, শরীরের ফুসকুড়ি এবং গাঁটে ব্যথার মতো উপসর্গ দেখা যায়। বীনা জর্জ আরও বলেন, মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কেরলের অন্তত ১৩ জন। তিরুঅনন্তপুরমের ১৩ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর দেহে জিকা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট ইফ ভাইরোলজিতে পাঠানো হয়। সবারই নমুনা রিপোর্ট এসেছে। তাঁরা জিকা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। যে অন্তঃসত্ত্বা জিকা ভাইরাসে আক্রান্ত, তিনি মঙ্গলবার সন্তানের জন্ম দিয়েছেন। মশার কামড়ের মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকে পঙ্গুও হয়ে গিয়েছেন।
জানা যায়, ২৮ জুন জ্বর, মাথা ব্যথা এবং শরীরে লাল দাগের কারণে ওই গর্ভবতী মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর নমুনা পুনের এনআইভিতে পাঠানো হলে রিপোর্ট পজিটিভ আসে।যদিও বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল থেকে জানানো হয়। কয়েক বছর আগে ব্রাজিলেও ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস। এবার এদেশেও জিকার বিপদ দেখা গেল। আর তাই এবার সতর্ক হতে এরাজ্যেও নজরদারি বাড়ানোর নির্দেশ দিল স্বাস্থ্য দফতর।জিকা ভাইরাস মারাত্মকভাবে ক্ষতি করতে পারে গর্ভস্থ ভ্রূণের। এমনকি সন্তান বিকলাঙ্গ পর্যন্ত জন্ম নিতে পারে। এছাড়া শিশুর মস্তিষ্ক স্বাভাবিকের তুলনায় ছোট হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, এডিস মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায়। কোনও ব্যক্তিকে যদি এডিস মশা কামড়ায়, তবে তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়। পরে ওই মশাটি সুস্থ মানুষকে কামড়ালে, তিনিও জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। এভাবেই একজনের থেকে আরেকজনের দেহে প্রবাহিত হয় জিকা।